500+মেয়ে পটানোর মিষ্টি কথা-চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা sms [ আপডেট ]

কিউট মেয়ে পটানোর মিষ্টি কথা ২০২৫ এবং চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা sms নিয়েই আজকের আর্টিকেল। কিউট মেয়ে পটানোর মিষ্টি কথা ২০২৫ এবং চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা sms ভালোভাবে জানতে শেষ পর্যন্ত পড়ুন। কিউট মেয়ে পটানোর মিষ্টি কথা ২০২৫ এবং চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা sms জানার পাশাপাশি আরো অনেক বিষয় জানবেন।

কিউট মেয়ে পটানোর মিষ্টি কথা ২০২৫। চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা sms। জানবো আমরা। janbo amra
কিউট মেয়ে পটানোর মিষ্টি কথা ২০২৫। চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা sms। 

আপনারা অনেকেই অনলাইনে সার্চ করেন কিউট মেয়ে পটানোর মিষ্টি কথা ২০২৫ এবং চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা sms এসব লিখে।

আজকের আর্টিকেল টিতে এগুলো পাবেন এছাড়াও পাবেন স্ট্যাটাস মেয়ে পটানোর মিষ্টি কথা, মেয়ে পটানোর জন্য রোমান্টিক কথা, ফোনে মেয়ে পটানোর মেসেজ, মেয়ে পটানোর মিষ্টি কথা sms ইত্যাদি বিষয়গুলো।

সূচিপত্রঃ কিউট মেয়ে পটানোর মিষ্টি কথা ২০২৫। চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা sms। 

ভূমিকাঃ
অনেকেই আপনারা ভেবে পান না যে আপনার প্রিয় মানুষটিকে কি ম্যাসেজ দিয়ে খুশি করবেন। আবার অনেকে প্রেম করার জন্য মেয়ে পটাবেন কিন্তু পারেন না। আপনারা কিউট মেয়ে পটানোর মিষ্টি কথা ২০২৫ এবং চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা sms পড়ার মাধ্যমে আপনার প্রিয় মানুষটিকে আপন করে পাবেন।

মেয়ে পটানোর মিষ্টি কথা

অপরিচিত মেয়ে পটানোর মিষ্টি কথা বা ম্যাসেজ জানার আগে মেয়ে পটানোর মিষ্টি কথা জানা যাক। আজকের এই আর্টিকেলটির মূল বিষয়বস্তু হলো মেয়ে পটানোর মিষ্টি কথা নিয়ে। আপনি কি মেয়ে পটানোর মিষ্টি কথা জানতে চান।

তাহলে আজকে এ আর্টিকেলটি আপনার উপকারে আসতে পারে।আমরা চলতি পথে, রাস্তাঘাটে, স্কুল-কলেজে অথবা বিভিন্ন জায়গাতে অনেক মেয়ে দেখে পছন্দ করে ফেলি। কিন্তু তাকে সরাসরি মনের কথা খুলে বলতে পারিনা।

তাকে মনের কথা বলার একটি মাধ্যম হল এসএমএস বা চিঠি। আপনি মেয়ে পটানোর মিষ্টি কথা যদি জানতে চান তাহলে এই পোস্টটি ভালোভাবে পড়ুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটি মেয়েকে পটানোর জন্য অবশ্যই আপনাকে অর্থাৎ ছেলেটিকেই ভালো হতে হবে।

তার আচার ব্যবহার, কথাবার্তা, বেশভূষা, চরিত্র সবকিছুই সুন্দর হতে হবে। সাধারণত একটি নারী বা পুরুষ যখন যৌবনে পা দেয় তখন থেকে শুরু হয় দ্বিতীয় লিঙ্গের অতি আকর্ষিত হওয়া। আজ আমি আপনাদের জানাবো কিভাবে মেয়ে পটানোর মিষ্টি কথা বলতে হয়।

মেয়ে পটানোর মিষ্টি কিছু কথা

১।

"আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি।"

২।
"তোমার সাথে কথা না বললে আমার দিন পূর্ণ হয় না। "

৩।
"আমি তোমাকে না পেলে বাঁচবোই না।"

৪।
"শুভ সকাল আমার সুন্দরী রাজকন্যা। "

৫।
"তোমার সাথে কাটানো প্রতিটি সকালে আমার জন্য উপহার।"

৬।
"আমার চোখে কিছু সমস্যা হয়েছে নিশ্চয়ই। 
আপনার দিক থেকে চোখ সরাতেই পারছি না।"

৭।
"আপনার কি কোন জমজ বোন আছে? 
না থাকলে আপনি বিশ্বের সেরা সুন্দরী।"

৮।
"আপনি কি স্বর্গে থাকতেন? 
ঠিক স্বর্গের অপ্সরাদের মতো আপনাকে দেখতে।"

৯।
"আমার হৃদয়টা কোথায় যেন হারিয়ে গিয়েছে। 
হয়তো আপনার চোখের মাঝে।"

১০।
"আপনি কি কোন ম্যাজিক জানেন। 
আপনাকে দেখলে আমার চারপাশে সব কিছু উধাও হয়ে যায় কেন।"

১১।
"আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি যেমন ঠিক তেমনি থাকবা।"

১২।
"তুমি একটু হাসো তো। পাহাড়ের ঝর্ণা শব্দ।'

১৩।
"আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল ,
ওই দিনটির কথা আমার সারা জীবন মনে থাকবে।"

১৪।
"তোমার সাথে দেখাটা আমার হঠাৎই হয়েছিল। 
আর ঠিক সেদিন থেকেই তুমি আমার মনের মধ্যে রাজত্ব করছো। আমার রাজকন্যা।"

১৫।
"তোমার আমাকে ভালবাসতে হবে না।
আমার ভালবাসায় আমাদের দুজনের জন্য যথেষ্ট।"

১৬।
"আপনার কাছে কি কোন ম্যাপ আছে? 
আসলে আমি আমার হৃদয়টি হারিয়ে ফেলেছি আপনার কাছে।"

১৭।
"তোমাকে আমি সব সময় আগলে রাখি। 
কিন্তু আড়াল থেকে কখনো তোমার সামনে আসার সাহস পাইনি এই ভয়ে যে ,
তুমি আমাকে ভুল বুঝবে।"

১৮।
"আপনাকে গ্রেফতার করবো, কারন আপনি আমার হৃদয় চুরি করেছেন।"

১৯।
"তোমার জন্মদিন টা তোমার পাশাপাশি আমার কাছে একটি বিশেষ দিন।"

২০।
"তুমি যেমন তেমনই খুব সুন্দর। তোমাকে পারফেক্ট হতে হবে না।"

২১।
"তুমি খুব আন্তরিক। তোমার সাথে কথা বলার সময় আমার ভালো সময় কাটে।"

২২।
"তুমি সেই কবিতা, যাকে আমি প্রতিদিন পড়ি। 
তুমি সেই কল্পনা,যে আমার হয়েও আমার না।"

২৩।
"আমি তোমার সুন্দর মনের, মায়াবী চোখের প্রেমে পড়েছি।"

২৪।
"আচ্ছা আপনি কি সৃষ্টিকর্তা কে ঘুষ দিয়েছিলেন,
যে আপনাকে এত সুন্দর নিখুঁতভাবে বানিয়েছে।"

২৫।
"আপনাকে আমার শুধু আগামীকালের জন্য নয় চিরকালের জন্যই দরকার।"

২৬।
"আপনাকে আমি এক জন্ম নয়, 
জনম জনম ধরে ভালোবাসতে চাই।"

২৭।
"ভালোবেসে এই মন, তোকে চাই সারাক্ষণ। 
তুই কি সেটা বুঝিস না পাগলি।"

২৮।
"প্রেম মানে দুটি হৃদয়ের টান। 
যে টান আমি তোমার প্রতি অনুভব করি।"

২৯।
"তুমি কি কখনো চাঁদ দেখেছো। 
দেখনি? তাহলে আয়নার সামনে যাও দেখতে পাবে।"

৩০।
"দেওয়ার সেরা উপহার হচ্ছেন আপনি। 
আমি আপনাকে অনেক ভালবাসি।"

মেয়েদের সামনে সুন্দর কথা বলার টিপস

চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা জানার আগে মেয়েদের সামনে সুন্দর কথা বলার টিপস জেনে নিন। আপনি যদি একটি মেয়েকে পটাতে চান তাহলে অবশ্যই আপনাকে মেয়েটির সামনে সুন্দরভাবে কথা বলতে হবে।

আমরা মেয়েদের পছন্দ করি ঠিকই কিন্তু তার সামনে গেলে গুছিয়ে কোন কথা বলতে পারি না। আমাদের মনের মধ্যে অনেক দ্বিধা কাজ করে। মেয়েদের সামনে সুন্দর করে কথা বলতে না পারার প্রধান কারণ হলো ছেলেদের মনে ভয় কাজ করে।

এখন আমি আপনাদের সাথে মেয়েদের সামনে সুন্দর করে কথা বলার কিছু টিপস আলোচনা করছি। 

  • মেয়েদের সাথে সুন্দর কথা বলার জন্য অবশ্যই আপনাকে স্মার্টলি কথা বলতে হবে। কোনরকম নার্ভাস ফিল করা যাবে না।
  • মেয়েদের সাথে অবশ্যই হাসি খুশি মুখে কথা বলতে হবে। 
  • অবশ্যই নম্র ভদ্র ব্যবহার করতে হবে। 
  • সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে হবে। 
  • তাদের কথা বলার এবং তাদের রূপের অবশ্যই অবশ্যই প্রশংসা করতে হবে। 
  • মেয়েরা আপনার কাছে যেগুলো ছোট ছোট আবদার করবে সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। 
  • তার সাথে রোমান্টিক কথাবার্তা বলতে হবে। 
  • সে আপনাকে নিয়ে মনে মনে কি ফিল করছে সেটা আপনাকে কথার দ্বারা বের করে আনতে হবে। 
  • আপনি সব সময় স্মার্ট হয়ে তার সঙ্গে যাবার চেষ্টা করবেন। 
  • মেয়েরা কিসে খুশি থাকে সেগুলো ছোট ছোট বিষয় প্রাধান্য দিবেন। 
আশা করি এই পোস্টটি আপনার জন্য উপকারে আসতে পারে। কারণ মেয়েরা শুধুমাত্র মিষ্টি কথায় পটে না। তাদের পটানোর জন্য অনেক টেকনিক কাটাতে হয়।

যদি এই পোস্টটি আপনার জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই যে আপনি আপনার কাছে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। যারা জানতে চাই কিভাবে মেয়ে পটানো যায়। সুন্দর করে কথা বলার টিপস জানলেন এইবার জেনে নিন চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা।

চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা

ফোনে মেয়ে পটানোর মেসেজ জানার আগে চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা জেনে নিন। বর্তমান যুগের ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ইন্সটাগ্রাম অনেক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। যেখানে আমাদের হরহামেশাই কোন মেয়েকে পছন্দ হয়ে যায়।

কিন্তু আপনি জানেন না চ্যাটিংয়ের মাধ্যমে কিভাবে একটি মেয়েকে মিষ্টি কথা বলে পটানো যায়। আপনি কি শিখতে চান কিভাবে চ্যাটিং এর মাধ্যমে মেয়ে পটানো যায়।তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।

চ্যাটিং এর মাধ্যমে মেয়ে পটানোর অনেক টেকনিক রয়েছে। মেয়েদের সাথে এমন ভাবে কথা বলতে হবে যেন সে মেয়ে আপনার সাথে কথা বলার জন্য উদ্ভিক হয়ে থাকে।মেয়েদের প্রেমে ফাঁদে ফেলানোর জন্য অন্যতম মাধ্যম।

আপনি যদি চ্যাটিং করে কোন মেয়েকে পটাতে চান অথবা প্রেমের ফাঁদে ফেলতে চান তাহলে আপনার জন্য কিছু সাধারণ অসাধারণ স্ট্যাটাস শেয়ার করা হলো। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যায় চ্যাটিং এর মাধ্যমে মেয়ে পটানোর মিষ্টি কথা।
১।
"তোমার সাথে কথা বলার জন্য আমার মন ছটফট করে।
আমি চাই তুমি সব সময় আমার সাথে কথা বল।"

২।
"তুমি কি জানো আমার লাইফে সবচেয়ে প্রিয় মানুষ তুমি।
তুমি আসার পর আমার জীবনটা সবচেয়ে সুন্দর হয়ে গেছে। তুমি আমার হয়ে যাও না প্রিয়।"

৩।
"আমাদের পরিচয় খুব অল্প দিনের।
কিন্তু এর মধ্যে আপনি আমার হৃদয়ে একটি জায়গা করে নিয়েছেন।"

৪।
"আপনি কি জানেন আপনি একজন মায়াবিনি।
আপনাকে দেখলে আমার এক অদ্ভুত মায়া কাজ করে।"

৫।
"আমি আশা করি একদিন আমার স্বপ্ন পূরণ হবে।
আর সেদিন তুমি আমার পাশে থাকবে। আমি তোমাকে অনেক পছন্দ করি।"

৬।
"জানিনা কি অদ্ভুত মায়া আছে তোমার মধ্যে।
সে মায়াতে আমি বারবার আটকে যাই।"

৭।
"তুমি আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ।
আমার জীবনে সবচেয়ে বড় তৃপ্তি।"

৮।
"তোমার চোখ দেখলে মনে হয় আমার আশেপাশের কিছুই নেই।
সবকিছু উধাও হয়ে গেছে,, শুধু আছি তুমি আর আমি।"

৯।
"সবাই বলে প্রেম স্বর্গীয়।
তাইতো তোমার আমার বাঁধন উপর থেকেই ঠিক করে রয়েছে ।"

১০।
"আপনি কি জানেন আপনি একটা ফুল।
আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আপনি।"
চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা জানলেন এইবার জেনে নিন অপরিচিত মেয়ে পটানোর মিষ্টি কথা বা ম্যাসেজ।

অপরিচিত মেয়ে পটানোর মিষ্টি কথা বা ম্যাসেজ

মেয়ে পটানোর জন্য রোমান্টিক কথা জানার আগে অপরিচিত মেয়ে পটানোর মিষ্টি কথা বা ম্যাসেজ জেনে নিন। অপরিচিত মেয়ে পটানোর মিষ্টি কথা অর্থাৎ যেকোন অপরিচিত মেয়েকে মিষ্টি কথা দিয়ে পটিয়ে ফেলুন। 

অপরিচিত মেয়ে পটানোর উপায় সম্পর্কে কিছু বলব তারপর আপনাদেরকে ম্যাসেজ বা মিষ্টি কথা সম্পর্কে বলবো। একজন অপরিচিত মেয়ের সাথে আপনি প্রথম দিন যেভাবে কথা বলবেন তার উপর নির্ভর করবে ভবিষ্যতে তার সাথে সম্পর্ক কেমন হবে। 

আপনি যদি প্রথম দিনেই উল্টাপাল্টা কিছু বলে দেন তাহলে কিন্তু কখনোই তার সাথে ভালো সম্পর্ক হবে না। অপরিচিত মেয়ের সাথে ভালো সম্পর্ক করার জন্য প্রথম দিনেই কথা বলে তার মন জয় করে ফেলতে হবে। 

উপায়: 
অপরিচিত মেয়েকে পটানোর প্রথম উপায় হলো প্রথম যখন কথা বলবেন তখন খুব বেশি আবেগপ্রবণ না হয়ে যাওয়া। সাধারণভাবে কথা বলুন তবে যতটুকু সময় তার সাথে থাকবেন কিছু না কিছু বলে যাবেন।

যখন তার কাছ থেকে চলে যাবেন তখন দেখেন মেয়েটি আপনার প্রতি একটু হলেও দুর্বল হয়ে গেছে আপনার প্রতি আলাদা আগ্রহ দেখাচ্ছে।

তখন মেয়েটিকে এই কথা বলবেন, লোকে বলে অপরিচিত মানুষের সাথে পরিচিত হলে ফেসবুক আইডি বা মোবাইল নাম্বার নেই কিন্তু তুমি তো দেখি আমার মনটাকেই জয় করে নিলে। এরপর বলবেন মোবাইল নাম্বারটা বাকি রেখে আর কি লাভ এটিও নিয়ে যাও।

এরপর দেখবেন ওই মেয়েটি হালকা লজ্জা পেয়ে সুন্দর একটি হাসি দিবে। তখন আপনি আপনার মোবাইল নাম্বারটি কোন কাগজে লিখে তাকে দিয়ে দিবেন। তো বন্ধুরা অপরিচিত মেয়ে পটানোর উপায় কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এখন জানা যাক অপরিচিত মেয়ে পটানোর মিষ্টি কথা বা ম্যাসেজ। 
১।
"মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অত্যন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা।"

২।
"এসএমএস হয়ে থাকবো আমি, তোমার হৃদয় জুড়ে,,,।
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে।
কখনো ভেবোনা, আমি তোমার থেকে দূরে।
বন্ধু হয়ে আছি আমি, তোমার নয়ন জুড়ে।"

৩।
"বন্ধু মানে সুখের সাথে। বন্ধু মানেই রাগ এবং বন্ধু মানে সুখ দুঃখের সমান ভাগাভাগি।
বন্ধু মানে হাজার বিকেল এবং বন্ধু মানে একসাথে পথ চলা,,
বন্ধু মানে মনে পড়লে ছোট একটি কাল।"

৪।
"কাউকে আবেগের ভালোবাসা দিওনা! মনের ভালবাসা দিও,
কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে ,
আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে।"

৫।
"যেদিন তুমি আকাশের নীল মেঘে, তারা হয়ে আলো দেবে আমাকে। 
ডেকে নিও, বাঁধ ভাঙ্গা জ্যোৎস্নায় আমাকে খুঁজে নিও, মনের জানালায়।"

৬।
"ওই আসমানের চাঁদ যেমন রাতকে ভালবাসে ,
তেমনি করে আমিও ঠিক একজনকে ভালোবাসি।"

৫।
"জীবন প্রভাতে মনের মাঁলাতে গেথেছিলাম যত ফুল,
আজ দেখি হায় ফুল সেতো নয়, সবই জীবনের ভুল।"

৬।
"আপনি বলবেনঃ একটা কথা বলতে পারি যদি না কিছু মনে করেন
মেয়েটি বলবেঃ হ্যাঁ বলুন।
আপনি বলবেনঃ আমার কথা শুনে ভাববেননা যে আমি আপনাকে পাম্প দিচ্ছি।
সত্যি বলতে আপনি এতটা সুন্দর যে,
আপনাকে নিয়ে পেইন্টিং করলে তা এই বিশ্ববাজারে লক্ষ্য টাকায় বিক্রি হবে।
বিশ্বাস করলেন নাতো আমার কথা। সত্যি বলছি আপনি অপরূপ সুন্দরী।"

৭।
"ওই বাবু আমি শুধু তোমাকে ভালবাসি।
তোমার বন্ধ চোখগুলো খুলতে চাচ্ছে দেখতে কি আমায়।"

৮।
"খুঁজে দেখো হৃদয় মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে।
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়।
সুখের সে স্বপ্নের মাঝে সবসময় পাবে তুমি আমায়।"

৯।
"আপনার দিকে বারবার তাকাচ্ছি প্লিজ কিছু মনে করবেন না।
আসলে আপনাকে দেখার পর থেকে আমার চোখে আপনার নজরটা আটকে গেছে।
এইজন্য সত্যি নজরটা আপনার থেকে ফেরাতে পারছি না।"

১০।
"তুমি ফাঁকা মনটা পূরণ করো এবং একটু আমায় স্মরণ করো।"
অপরিচিত মেয়ে পটানোর মিষ্টি কথা বা ম্যাসেজ জানলেন এইবার জেনে নিন স্ট্যাটাস মেয়ে পটানোর মিষ্টি কথা।

 স্ট্যাটাস মেয়ে পটানোর মিষ্টি কথা

চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা sms জেনেছেন এইবার স্ট্যাটাস মেয়ে পটানোর মিষ্টি কথা জেনে নিন।
১।
"আপনিঃ আপনি গ্রীস থেকে এসেছেন?
মেয়েটিঃ কেনো?
আপনিঃ আমি ভেবেছিলাম সব দেবীরাই গ্রীস থেকে আসে।"

২।
"আমি আমার ফোন নাম্বার হারিয়ে ফেলেছি, আপনারটা ধার করতে পারি? "

৩।
"দাঁড়ান আমাকে একবার স্বর্গে ফোন করতে হবে!
ওখান থেকে নিশ্চয়ই একজন সুন্দরী রমণী হারিয়ে গেছে।"

৪।
"আমার চোখে কিছু সমস্যা হয়েছে নিশ্চয়ই,
আপনার দিক থেকে কেমন জানি চোখ সরাতেই পারছি না।"

৫।
"আপনিঃ আপনাকে পুলিশে ধরিয়ে দেবো।
মেয়েটিঃ কেনো?
আপনিঃ আমার হৃদয় চুরি করার জন্য।"

৬।
"আপনি কি খুব ক্লান্ত? 
কারণ অনেকদিন ধরে আপনি আমার হৃদয়ে ঘুরে বেড়াচ্ছেন।"

৭।
"আমি কখনো মিষ্টি কথা বলি না, 
কারণ আমি চাইনা আমার জন্য কারো ডায়াবেটিস হোক।"

৮।
"হাতে হাত ধরো যদি, 
তোমায় নিয়ে পাড়ি দেবো আকাশ নয়তো নদী।"

৯।
"আমার জীবনে তোমার আগমনে সব দুঃখ মুছে গেল,
যেমন ঘরে আঁধার ঘরের প্রদীপ জ্বালে আলো।"

১০।
"কি করে বলবো যে তোমাকেই চাই,
স্বার্থবিহীন এক সমুদ্র ভালবাসা উপহার দিতে চাই।"
স্ট্যাটাস মেয়ে পটানোর মিষ্টি কথা জানলেন এইবার জানবেন মেয়ে পটানোর জন্য রোমান্টিক কথা।

মেয়ে পটানোর জন্য রোমান্টিক কথা

ফোনে মেয়ে পটানোর মেসেজ জানার আগে মেয়ে পটানোর জন্য রোমান্টিক কথা জেনে নিন।
১।
"ভালোবাসা যত কথা হৃদয় দিয়ে বলতে চাই, 
তুমি শুধু আমার হবে এ কথাটি শুনতে চাই।"

২।
"মিষ্টি হেসে কথা বলে, পাগল করে দিলে।
তোমায় নিয়ে হারিয়ে যাবো ওই আকাশের নীলে।
তোমার জন্য আমার মনে অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা।"

৩।
"সত্যিকারের ভালোবাসা জীবনে একবার হয়,
কোন সময়,, কোন জায়গায়,,
কার সাথে কিভাবে হয় তা কখনো কেউ বলতে পারে না।
হয়তো,, আমিও তোমাকে ভালবেসে ফেললাম।"

৪।
"আমি তোমাকে হাজারও মুহূর্ত নিয়ে ভালোবাসি।
বোঝো তুমি? তোমার শত ও আমাকে পরাজিত করতে পারবে না।"

৫।
"রাতের আকাশে তারা ভরা মেঘের দিকে চেয়ে রই,
কল্পনাতে স্বপ্ন বুনি, আছে কি সেই তারার মাঝে আমার মনের রানী।
রাত শেষ, সব মিছে শুধু কল্পনা, পাবো না, কি?
মনের মাঝে ঠাই দেওয়া প্রিয় এক জনা।"

৬।
"তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙ্গে ছবি।
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালবাসা শিউলি বকুল ফুল।"

৭।
"খুঁজিনি কারো মন, তোমায় পাবো বলে।
ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে।
হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে,
বাসিনি কাউকে ভালো, তোমাকে ভালোবাসি বলে।"

৮।
"ভালোবাসা মানে বোঝাপড়া, চুক্তি নয়!
এটা মানে ক্ষমা করা, ভুলে যাওয়া নয়!
এটা মানে মনে রাখা, যোগাযোগ না থাকলেও!"

৯।
"ভালোবাসার স্বপ্নীল আকাশের মত সত্য
শিশির ভেজাফুলের মতো পবিত্র,
কিন্তু সময়ের কাছে পরাজিত, বাস্তবতার কাছে অবহেলিত।"

১০।
"সাগরে এত জল বালতিতে কি ভরা যায়,
প্রেমের এত কথা ম্যাসেজে কি লেখা যায়।"
মেয়ে পটানোর জন্য রোমান্টিক কথা এবং কিউট মেয়ে পটানোর মিষ্টি কথা ২০২৫ জানলেন এইবার জানবেন ফোনে মেয়ে পটানোর মেসেজ।

ফোনে মেয়ে পটানোর মেসেজ

চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা sms এবং স্ট্যাটাস মেয়ে পটানোর মিষ্টি কথা জেনেছেন এইবার জানবেন ফোনে মেয়ে পটানোর মেসেজ সম্পর্কে।
১।
"আমি হলাম আকাশ, কষ্ট আমার মেঘ,
জোসনা আমার আবেগ, বৃষ্টি আমার কান্না,
রোদ আমার হাসি, কি করলে বুঝবে -বন্ধু তোমায় আমি কত ভালবাসি।"

২।
"ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন,
কখনো মনে হবে না যে সে দূরে আছে, 
যদি সে অনুভবে মিশে থাকে।
ভালোবাসা মানে আবেগের পাগলামি, 
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি।
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, 
ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা।"

৩।
"আমারও ইচ্ছা করে কল না দিয়ে এসএমএস না দিয়ে চুপ করে থাকতে।
দেখতাম তোমার ভালবাসা কতটুকু গভীর, 
কিন্তু একটা সময় আসে আর পারিনা।
তখন চোখের কোনে পানি চলে আসে, 
আমি যে তোমাকে কত ভালোবাসি বোঝাতে পারবো না সোনা।"

৪।
"যদি বৃষ্টি হতাম, তোমার দৃঁষ্টি ছুয়ে দিতাম।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম।"

৫।
"ভালোবাসা মানে তার কাজ থেকে কিছু আশা করা নয় বরং ভালোবাসা মানে,
যেকোন মূল্যে তাকেই সব কিছু দেওয়া।
ভালোবাসা মানে একজনের প্রতি অন্যজনের আকর্ষণ যাকে সে নিজের সুখে দুঃখে পাশে রাখতে চায়।"

৬।
"কিছু কিছু কথা থাকে,, যা মুখে বলা যায় না তা চোখ দিয়ে বুঝে নিতে হয়।
আর তা যদি প্রথম প্রেম আর প্রথম দেখা হয় সে চোখের ভাষা বুঝতে হবে।"

৭।
"মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়।
গুণ দেখে প্রেম করো, রুপ দেখে নয়।
রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় নয়।
একজনকে ভালোবাসো, দশজনকে নয়।"

৮।
"আমি একজন ভালো শ্রোতা,
আমি একজন ভালো বন্ধু,
আমি একজন ভালো প্রেমিকও হতে পারি।"

৯।
"তোমাকে পাওয়ার জন্য না হয় একটু বেহায়া হলামি।
তুমি না হয় তোমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমাকে জড়িয়ে নিও।"

১০।
"আমি তোমার হৃদয়ের অন্ধকারকে হাজার স্বপ্ন জেনাকি হয়ে টুকরো টুকরো করে জ্বালিয়ে নিবো।
শুধু তুমি আমার হাত ধরে রেখো।"

পরিশেষেঃ

কিউট মেয়ে পটানোর মিষ্টি কথা ২০২৫ এবং চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা sms জানলেন এছাড়াও মেয়ে পটানোর অনেক বিষয় জানলেন। আশাকরি এখন আপনাদের পছন্দের মানুষকে পেতে সুবিধা হবে। এইরকম তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জানবো আমরা ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url