১০০০+ পড়ন্ত বিকেল নিয়ে ক্যাপশন এবং শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস
পড়ন্ত বিকেল নিয়ে ক্যাপশন এবং শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস এসবের জন্যই নিশ্চয় অনলাইনে ঘুরাফিরা করছেন। আজকের আর্টিকেলটি শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস ও পড়ন্ত বিকেল নিয়ে ক্যাপশন এসব নিয়েই লিখা। তাহলে চলুন পড়ন্ত বিকেল নিয়ে ক্যাপশন ও শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস দেখে নেওয়া যাক।
পড়ন্ত বিকেল নিয়ে ক্যাপশন এবং শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস। |
পড়ন্ত বিকেল নিয়ে ক্যাপশন এবং শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস শুধু জানবেন এই আর্টিকেলে তা কিন্ত না। এর পাশাপাশি জানবেন গোধূলি বিকেল নিয়ে কবিতা ও পড়ন্ত বিকেলের মেসেজ এবং বিকেলের প্রকৃতি নিয়ে ক্যাপশন ও মেঘলা বিকেল দিয়ে ক্যাপশন।
সূচিপত্রঃ পড়ন্ত বিকেল নিয়ে ক্যাপশন এবং শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস।
ভূমিকাঃ
বিকেলের আগমূহুর্ত সবার কাছেই অনেক ভালো লাগে। আমরা অনেক সময় এই বিকেল বেলা নিয়ে বিভিন্ন স্ট্যাটাস বা ক্যপশন ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেই।
আবার অনেক সময় প্রিয় মানুষকে বিকেলবেলা নিয়ে ম্যাসেজও দিয়ে থাকি। তাহলে চলুন পড়ন্ত বিকেল নিয়ে ক্যাপশন জানার আগে বিকেলের প্রকৃতি নিয়ে ক্যাপশন জেনে নেওয়া যাক।
বিকেলের প্রকৃতি নিয়ে ক্যাপশন
১।
"বিকেলের শেষে আলো একটু থাকো,
গোধূলি ছায়া ফেলে যেও নাকো,
রাত যেন ছুটি নেই তোমার আলো,
তাই বাসি ভালো সোনার আলো।"
২।
"চলনা দুজন বিকেল বেলা যায় দুজন দুজনের হাতে হাত রেখে মিষ্টি বিকেলে ঘুরে বেড়াই।"
৩।
"শেষ বিকেলে হঠাৎ দমকা হাওয়া এই আছি এই নেই,
শুধু বুক ভরা ভালোবাসা দূরে ঐ মুঠো মুঠো আলোর ছায়া।"
৪।
"আহা কত সুন্দর গোধূলি লগ্ন,
তাতে শুধু তুমি আর আমি মগ্ন।"
৫।
"তোমাকে একটি বিকেল দেব,
তুমি তোমার মত করে সাজিয়ে নিও।"
৬।
"সকালের শূন্যতা কখনোই বিকাল দিয়ে পূর্ণতা করা যায় না।"
৭।
"এই গজল ও বিকেল শুধু তোমার কথা মনে করিয়ে দেয় প্রিয়।"
৮।
"আমি তোর বিকেলের আকাশ হবো লাল গোধূলি মাখা ,
আমি তোর হাসিতে রঙ ছড়াবো মুগ্ধ মোহ আঁকা।"
৯।
"বিকেলের পড়ন্ত রোদ্দুরে বাড়ি ফেরার পথ ধরে কেউ একজন আসবে ভেবেই জানালায় বসে কেটেছে প্রহর এলো না সে।"
১০।
"আমার একলা বিকেল সন্ধ্যা ছায়া নীরবতাই হিমেল হাওয়া।"
১১।
"বিকেল মানেই মজা বিকেল মানে আনন্দ তাই প্রতিটি বিকেল কি নতুন নতুন মনে হয়।"
১২।
"তুমি মানে দূরের বিকেলের আকাশ হাজারো মন খারাপের কারণ,
তুমি মানে ও জন্ম আসুক তোমাকে ভালোবাসা বারণ!"
১৩।
"শেষ বিকেলের আলো এসো না আর ফিরে,
তোমায় না হয় খুজে নিব মিথ্যা কল্পনার ভিড়ে।"
১৪।
"বিকেলের শেষ আলো একটু থাকো গোধূলির ছায়া ফেলে যেও নাকো,
রাত যেন ছুটি নাই তোমার আলো তাই বাসি ভালো সোনার আলো।"
১৫।
"মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে দূরে কোথাও দুই এক পলাশ বৃষ্টি হচ্ছে।"
১৬।
"আমার ধূসর বিকেলগুলো সাজিয়েছিলাম গোধূলির রাউটার মোড়ে,,
পাষাণ পুতুল দাঁড়িয়ে ছিলাম তোমার ফেরার পথ ধরে,
ঝটকা চুলের আলোতে ভুলে ফিরেও তুমি দেখনি।"
১৭।
"সকাল থেকে বিকেল দিন থেকে রাত আমি যে শুধু খুঁজেছি তোমায়।
কিন্তু দেখো তুমি কোথায়?দেখা দেয়নি তুমি আমার জীবন আজ শূন্য মরুভূমি!"
১৮।
"এই সুন্দর বিকেল বেলা তোমার পরশে জুড়ায় মোর এই প্রাণ,
তুমি আছো তাই , চারিধার ছড়ায় আনন্দের বান।"
১৯।
"শীতের বিকেল অতীতের চাদর ঘাটে কুয়াশা আমায় কিছু স্মৃতি, আদুরে গন্ধ।"
২০।
"তোর গ্রীষ্মের বিকেলে এক টুকরো কালবৈশাখী হওয়ার ইচ্ছেটা আর পূরণ হলো না আমার।"
২১।
"বিকেল তুমি সাজানো ছায়ার খেলা,
বেলা শেষে নিশ্চুপ কলতান বিকেল তুমি হলদে খামের চিঠি,
কোন হতাশ পথিকের ফিরে আসার গান।"
২২।
"যতদিন বিকেলের আকাশে তারা আছে,
আমি তোমাকে ভালোবাসবো।"
২৩।
"আমি গোধূলি বিকেল আর ওই নীল আকাশের ভিড়ে তোমাকে খুঁজে ফিরি বার বার!"
২৪।
"তোমারে একটা সুন্দর বিকেল দিতাম,
যদি তোমার তপ্তর দুপুর থাকতো।"
২৫।
"এক গোধূলি বিকেল বেলায় তুমি আমি মেঘের খেলায় ,
বৃষ্টিতে কিংবা সন্ধ্যাবেলায়, একসাথে হাত ধরে হাঁটবো।"
২৬।
"বিকেলের আকাশে ভাসে মেঘ,
মেঘ ভাসে বৃষ্টি বিকেলের আকাশ আছে বলেই মেঘের হয়েছে সৃষ্টি বিকেলের আকাশ পেতেছি বুক শূন্য যে তার দেহ, মেঘ ছাড়া সে দেহতে ভাসবে না আর কেহ।"
২৭।
"হারিয়ে যাবো একদিন বিকেলে আকাশে এক কোণে,
পাবেনা সেদিন আমায় খুঁজে সবখানে,
হাসবো সেদিন ভাসবো তোমার চোখের জলে,
সেদিন বুঝবে বন্ধু কাকে বলে।"
২৮।
"একটি মেঘ কখনো পুরো বিকেলের আকাশকে বুঝে ফেলতে পারেনা।"
২৯।
"একটি সুন্দর সূর্যাস্তের জন্য মেঘলা বিকেলের আকাশ প্রয়োজন।"
৩০।
"পিছু ফেলে ছুটে আসি আদর তোমার গল্প থেকে দূরে!
হারাই গেছে যে বিকেলের সন্ধ্যার পার্টিতে অবসন্ন সুর।"
৩১।
"বিকেলের শেষে আলোর টুকু থাকতো ভাই ঘিরে,
আমার পথে শেষ ঘরে ফেরা মানুষের ভিড়ে!"
৩২।
"সবুজ সকাল সোনালী বিকেল চাই না, চাই শুধু তোমায়!"
৩৩।
"বিকেলে পরলে তুমি, তোমার হাসিতে মুগ আমি।"
৩৪।
"তোমার হাত ধরে আমি বিকেলের আকাশ ছুঁতে চাই!
তুমি কি হবে আমার বিকেলের আকাশে পথের সঙ্গী?"
বিকেলের প্রকৃতি নিয়ে ক্যাপশন জানলেন এইবার জেনে নিন মেঘলা বিকেল দিয়ে ক্যাপশন।
মেঘলা বিকেল দিয়ে ক্যাপশন
১।
"বসন্তের রোদ পার হয়ে মেঘলা বিকেলে আসে।
যেমন করে সুখ ক্ষয়ে যায়, দুঃখ এসে ভিড় করে।"
২।
"মেঘলা বিকেলে আকাশ যেন মেঘের চাদরে মুখ লুকায়।
আর আমাদের হৃদয়ের কোঠরের অনুভূতি গুলো দুঃখগুলো যেন প্রাণ ফিরে পায়।"
৩।
"তোমাকে ভুলে যাওয়ার জন্য একটা বিকেল বেছে নিয়েছিলাম।
অথচ শেষ পর্যন্ত দেখা আমি তোমার স্মৃতির ভিতরে বন্দী হয়ে আছি।"
৪।
"এই মেঘলা বিকেলে যেন নিজেকে আরো নিঃস্ব মনে হচ্ছে।
কোথাও কেউ নেই তবুও কেন এত অপ্রাপ্তির বেদনা।"
৫।
"মেঘলা বিকেল সব সময় দুঃখের হয় না,
মাঝে মাঝে প্রেমের মুহূর্ত সৃষ্টি করে।
এ সময় অনেকেই নিজেদের প্রিয়জনকে কাছে টানে।"
৬।
"মেঘলা বিকেল যেন কত নিঃসঙ্গ মানুষের একাকী অবসরের সঙ্গী।
অথচ এই পৃথিবীতে কত মানুষ নিজেকে আকাশের মতোই উদার করে দিয়েছিল।"
৭।
"কোন এক পড়ন্ত মেঘলা বিকেল আমার হৃদয়ে তোমার আনাগোনা,
অথচ আমার কতই অনুভূতি তোমার নেই জানাশোনা।"
মেঘলা বিকেল দিয়ে ক্যাপশন জানলেন এইবার জেনে নিন পড়ন্ত বিকেল বেলা নিয়ে ক্যাপশন।
পড়ন্ত বিকেল বেলা
১।
"এই পড়ন্ত বিকেলে আলাপ জ্বালাবো তোমার সাথে,
এই পড়ন্ত বিকেলে সূর্যের মতো লাল ঠোঁটটি তোমার যেন হয়েছিল উত্তাল।"
২।
"উড়ন্ত বিকেলের রোদ এসে যেন সন্ধ্যা নামায় তুই দেশি বাতাস এসে কানে কানে কত কথাই বলে যাই।"
পড়ন্ত বিকেল বেলার ক্যাপশন দেখলেন এখন জানা যাক গোধূলি বিকেল নিয়ে কবিতা।
গোধূলি বিকেল নিয়ে কবিতা
১।
"আমার গোধূলি বিকেল বেলায়
লালচে রঙের সিঁদুর মেঘ,
হঠাৎ বিকেলে ধুলো ঝরে দেখি
মাখানো কত লুকানো আবেগ।"
২।
"আমি নিঃসঙ্গ পড়ন্ত বিকেলে আমার নিজের চূড়ায় উঠে
খোলা আকাশে দেখি, তো বিভঙ্গের মতো উড়তে চাই
ছুটে যাওয়ার শুভ্র মেঘগুলো দেখে আমি আনন্দিত হই।"
৩।
"নাই আমি প্রজাপতি, নয় মৌমাছি।
নয় আমি কোন অফিসে পাখি।
তবু কেন ডানা মেলে শুধুই উড়ে চলে।
হয়তো আমি কোন পড়ন্ত বিকেল!"
৪।
"একটি গোধূলি বিকেল বিছিয়ে দিব
শব্দ ডাবল কালি কলম পায়ে
তুমি হেঁটে এসো ছাদ রেখে হৃদয় বরাবরে
কবিতা হয়ে আবার বারান্দ।"
গোধূলি বিকেল নিয়ে কবিতাগুলো দেখলেন এইবার দেখে নিন পড়ন্ত বিকেলের মেসেজ।
পড়ন্ত বিকেলের মেসেজ
১।
"বেলা অবেলা তুমি বৃষ্টি হয়ে এসো আমায় একটু কষ্ট করার ছলে,
তারা তারা অপেক্ষা করবো পড়ন্ত বিকেলে।"
২।
"হেরা ঘুড়ি রঙিন বল
এইটুকুই সম্বল
আর ছিল রোদ্দুর আর পড়ন্ত বিকেল।"
৩।
"পড়ন্ত বিকেল শেষে আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেও নাকো,
রাত যেন ছুটি নাই তোমার আলো,
তাইতো ভালোবাসি,, সোনার আলো।"
৪।
"বিকেলের আলোয় কিছু কুড়িয়ে পাওয়া ছবি টুকরো টুকরো মন খারাপের খোলা জল ছবি।"
৫।
"গোধূলি বিকেলের কিছু স্মৃতি তোমায় দিলাম যত্ন করে রেখে দিও।"
৬।
"পড়ন্ত বিকেল মানে উড়ছে মন ডাকছে নদীর পাড়,
বিকেল মানে ক্রিকেট ফুটবল আর মাঠের চিৎকার।"
৭।
"সন্ধ্যা নেমে আসে বলে পড়ন্ত বিকেলে রোদ্দুর এত কদর।"
৮।
"আজকে রাতের চারটা না হয় তোমার সাথেই থাক।
আজকে ভোরের পাখির গান তোমার সুরেই গাক।
আজ পড়ন্ত বিকেলের পলাশ বাতাস
তোমায় নিয়েই ভাসুক
আজ বিকেলের সূর্যটাও
তোমারই ভালবাসি।"
৯।
"গোধূলি বেলায় তুমি আমি মিলে বসে তাকিয়ে দেখি,
পাখিরা আকাশে হুটুকুটি খাচ্ছে।"
১০।
"আজও একটি পড়ন্ত বিকেলের অপেক্ষা করি,
কোন এক সূর্যাস্তের সমুদ্রে তীরে তুমি সৌরভ ছড়িয়ে!"
পড়ন্ত বিকেলের মেসেজ দেখলেন এইবার দেখে নিন শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস।
শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস
১।
"চারিদিকে কুয়াশা ভরা বিকেল বেলায়,
নদীর পাড়ে গিয়ে বলতে চাই আমি শুধু তোমাকে চাই।"
২।
"এই শীতের কুয়াশা ভরা বিকেলে মিষ্টির রোদের আলোয় তোমার মুখখানা ঝলমল করছে,
তা দেখে আমার মনের ভিতর কেমন কেমন যেন করছে।"
৩।
"আজ তুমি নেই বলে, আমার আকাশে কোন তারার মেলা হয় না।
আজ তুমি নেই বলে, আমার ভেতরের পাখিগুলো আর গান গায় না।
আজ তুমি নেই বলে, বিকেলেও কোন অনুভূতি হয় না।"
৪।
"শীতের বিকেল যেন বিকেল দল,
শীতের বিকেল হল একটি স্বপ্নের রাজ্য।"
৫।
"কুয়াশা হতে চেয়েছিলাম তোমার চোখের পাপড়ি,
তুমি আমাকে তাই হতে দাওনি গো প্রিয়।"
৬।
"কুয়াশা ভরা শীতের বিকেল দিয়ে নদীর পাড়ে গিয়ে বলতে চাই, আমি শুধু তোমাকে চাই।"
৭।
"এই শীতের বিকেলে যেন হাজারো কথা বন্দি মুহূর্ত।
তুমি আমি নিশ্চুপ তবুও যেন কতটা কাছে এই কলরব।"
৮।
"শীতের বিকেলে তোমার সাথে নদীর পারে ঘুরতে যাওয়া আমার এই নিষ্পাপ মনটা তোমার জন্য আজ আর কাঁদে না।"
৯।
"এই পড়ন্ত বিকেলে বলেছিলে আসবে ফিরে সেই আশায় বসে থেকে গুলিয়ে গেল সন্ধ্যা,
কিন্তু তুমি আর আসলে না।"
১০।
"কত তপস্য কত আরাধনায় কোন শীতের বিকেলে,
তোমার হৃদয়ে মালিকানা সত্য পেয়েছিলাম।
বিনিময় হাজারো ভালোবাসা দিয়েছি তোমাকে।"
১১।
"পার হয়ে গেল কত শীতের বিকেল,
কেউ এসে বলল না চলো না হারিয়ে যাই কুয়াশা ভরা এই বিকেল বেলায়।"
১২।
"এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ,
তোমার আমার শীতের বিকেলে একান্ত প্রয়াশ।"
১৩।
"তুমি হাসলেই যেন এই শীতের বিকেলে যেন শীতল হাওয়া বইলো,
আমার এই হৃদয় খানি তোমার কাছেই পড়ে রইল।
১৪।
"ছন্দহারা শীতের বিকেলে বাঁধন হারা আমিও যেন তোমাতেই হারাবো ।
যেন তোমার বহু বন্ধনী আমার গন্তব্য।"
১৫।
"শীতের একটা বিকেল না হয় তুমি আমি এক চাদরে কাটিয়ে দিব,
প্রতিটা মুহূর্ত পরশে পরশে যেন হাজার স্মৃতি আপন করে নেব।"
১৬।
"কুয়াশা ভরা এই শীতের পড়ন্ত বিকেলে মিষ্টি অদৃশ্য বাতাস যেন সবাইকে শীতের আভাস দিয়ে যায়।"
১৭।
"আজ শীতের বিকেলে পড়েছে বড় শিব,
তুমি শুধু ছেড়ে দাও তোমার মুখের একটি হাসি।
সকল শীত আমার কাছে হয়ে আসবে গরম হয়ে।
বিকাল পরিণত হবে বসন্তের বিকেল।"
শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস জানলেন এইবার জানুন পড়ন্ত বিকেল নিয়ে ক্যাপশনসমূহ।
পড়ন্ত বিকেল নিয়ে ক্যাপশন
১।
"এই পড়ন্ত বিকেলে সুন্দর মুহূর্তে নদীর পাড়ে মাঝি যায় নৌকা নিয়ে,,
সেই দেখে রাখাল বাজায় বাঁশি,,,
সেই দেখে কৃষকের মুখে হাসি।"
২।
"এই পড়ন্ত বিকেলে তুমি থাকো পাশে,,
আমার স্বপ্নগুলো যেন থাকে জীবিত শুধু তোমারই জন্য।"
৩।
"এ পড়ন্ত বিকেলে ধান খেতে,,
সোনালী হাসিতে ভুলে যাই সব অতীতের দুঃখগুলো।"
৪।
"এই পড়ন্ত বিকেলে আকাশে লাল আবরণে তোমার ছায়ায় যেন মুছে গেছে পুরো আকাশ।"
৫।
"বিকেলের রোদে তোমার চাওনি যেন মনের মধ্যে জল ছবি আঁকে।"
৬।
"ওগো প্রিয় যদি তোমার কোন কারনে মন খারাপ হয়ে থাকে তাহলে চলে এসো পড়ন্ত বিকেলে আমার সাথে খেলা করতে।"
৭।
"এই পড়ন্ত বিকেলে হাসিমাখা ঠোঁট নিয়ে অতীত দেখে কেটে যায় বিকেল বেলা।"
৮।
"এই মেঘলা পড়ন্ত বিকেলে বারে বারে শুধু তোমার কথাই মনে পড়ে।"
৯।
"আমি তোর পড়ন্ত বিকেলের আকাশ হবো লাল গোধূলিমাখা,
আমি তোর হাসিতে রঙ ছড়াবো মুগ্ধ মোহ আঁকা।"
১০।
"পড়ন্ত বিকেলে তোমার পরশে জুড়ায় মোর প্রাণ,
তুমি আছো তাই যেদিকেই তাকাই, আনন্দের বান।"
১১।
"পড়ন্ত বিকেলে আলো ছায়া লগ্নে সূর্য ঢলে পড়েছে পশ্চিম লগ্নে।"
১২।
"সন্ধ্যা নেমে এসে আসে বলেই পড়ন্ত,
বিকেলের শেষ রোদটুকু এত কদর।"
১৩।
"এই আকাশের পড়ন্ত বিকেলের অবহেলায় কেটেছে তোমার অপেক্ষায় থাকা সময় গুলো।"
১৪।
"গোধূলি বেলায় চা খেতে খেতে বলবো তোমায় ওগো প্রিয়,
তোমায় যে বড্ড ভালোবাসি।"
১৫।
"সফলতা কেবল সেখানেই পড়ন্ত বিকেল চালানো হয়,
সেখানেই পেতে পারি।"
১৬।
"পড়ন্ত বিকেলের মতো গতিশীল হওয়ার জন্য স্বয়ংসম্পূর্ণ দরকার।"
১৭।
"জীবনটি পড়ন্ত বিকেলের মত যাত্রা।
একে উঠতে হলে আগে নামিয়ে নেওয়া লাগে।"
১৮।
"এই পড়ন্ত বিকেলে তুমি যেন এসেছিলে কবে অনেকদিন হলো তোমার দেখা তাই না এই গোধূলি বিকেল বেলায়।"
১৯।
"এই পড়ন্ত বিকেলে আকাশ ছুটেছে মেঘের ছায়া আর মিষ্টি রোদের হাসি।"
২০।
"এই পড়ন্ত বিকেলের পরিবেশের সাথে যেন লেগেছে তোমায় আরো ভালো,
প্রিয় তুমি রাগ করোনা লেগেছে তোমায় আরো ভালো।"
২১।
"পড়ন্ত বিকেলের মত জীবন চালানোর জন্য অপেক্ষা,
সাহস ও ধৈর্যের প্রয়োজন।"
পড়ন্ত বিকেল নিয়ে ক্যাপশন এবং শীতের বিকেল নিয়ে স্ট্যাটাসসমূহ জানালাম আপনাদের। আশাকরি ভালো লেগেছে আপনাদের।
পরিশেষেঃ পড়ন্ত বিকেল নিয়ে ক্যাপশন এবং শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস
এইরকম তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটওয়েবসাইট ভিজিট করুন।
জানবো আমরা ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url