প্রবাস জীবন নিয়ে এসএমএস ও প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস [২০২৫ আপডেট]

প্রবাস জীবন নিয়ে এসএমএস এবং প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস নিয়ে আজকের আর্টিকেলটি মূলত লিখা। প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস ও প্রবাস জীবন নিয়ে এসএমএস জানার জন্য সম্পূর্ণ আর্টিকেল পড়তে হবে। তাহলে চলুন প্রবাস জীবন নিয়ে এসএমএস ও প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস জানা যাক।
প্রবাস জীবন নিয়ে এসএমএস ও প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস। জানবো আমরা। janbo amra
 প্রবাস জীবন নিয়ে এসএমএস ও প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস।
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস ও প্রবাস জীবন নিয়ে এসএমএস শুধু এই আর্টিকেলে জানবেন তা কিন্তু না। এর পাশাপাশি জানবেন প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস, প্রবাসীদের কষ্টের গল্প ও প্রবাসীদের কষ্টের কবিতার মতো বিষয়গুলো। 

সূচিপত্রঃ প্রবাস জীবন নিয়ে এসএমএস ও প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস

ভূমিকাঃ 

অনেকেই ভাবতে পারে যারা প্রবাসে থাকে তারা হয়তো অনেক টাকা উপার্জন করে আরামআয়েশে দিন কাটায়। কিন্তু মোটেও এইরকম টা হয়না বরং প্রবাসিরা অনেক কষ্টে দিন কাটায়।

আজকে প্রবাস জীবন নিয়ে এসএমএস জানার পাশাপাশি প্রবাসীদের কষ্টের ক্যাপশন, প্রবাসীদের নিয়ে কিছু কষ্টের কথা,প্রবাসীদের কষ্টের উক্তিও জানতে পারবেন। তাহলে চলুন প্রবাস জীবন নিয়ে এসএমএস জানার আগে প্রবাস জীবন মানে কি জেনে নেওয়া যাক।

প্রবাস জীবন মানে কি

প্রবাস বলতে বোঝায় বিদেশ জীবন বা দূরে থাকার জীবন কে প্রবাস জীবন বলে। প্রবাস মানে পরিবার আত্মীয়-স্বজন বাবা মা ভাই বোন ইত্যাদি সবাইকে ছেড়ে দূরে থাকা। বছরের পর বছর একাকী কাটিয়ে দেওয়া। প্রবাস মানে দেওয়াল বিহীন কারাগার।

প্রবাস মানে দুঃখ কষ্টের সাথে জীবন যাপন একাকী। ভাগ্য পরিবর্তনের আশায় জীবিকার তাগিতে অর্থ উপার্জন করতে নিজের আত্মীয়-স্বজন পরিবারকে ছেড়ে দূরের জীবনকে প্রবাস জীবন বলে। প্রবাস জীবন মানে কি জানলেন এইবার জেনে নিন প্রবাস জীবন নিয়ে এসএমএস।

প্রবাস জীবন নিয়ে এসএমএস

১।
"একে ভালো না রাখা আর সবার ভালো চিন্তা করে জীবনের আনন্দ মুহূর্তগুলো ভুলে গিয়ে অন্যকে খুশি করার নামই হলো একজন প্রবাসী।"
২। 
"সমস্ত মায়া ত্যাগ করতে পারলে তবেই প্রবাসীর সুখে থাকা সম্ভব।"
৩। 
"প্রবাসীদের জীবন মানেই নিজেকে দুঃখের সাগরে ভাসিয়ে সবার মুখে হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টা।"
৪।
"প্রিয় মানুষটিকে ছেড়ে বিদেশ চলে যাওয়া এতটাও সহজ নয় সাহিত্য প্রবাস জীবন কষ্টে কাটে।"
৫।
"প্রবাসী জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত হয়তোবা তখনই যখন বিশেষ কোনো আনন্দের দিনেও নিজেকে কর্মব্যস্ত তাই ব্যস্ত রাখতে হয়।"
৬।
"প্রবাসীদের কষ্টের কথা কেউ বুঝতে চায় না, 
তাই কখনো কখনো কষ্ট কাউকে বলা হয় না।"
৭। 
"আমরা কখনো প্রবাসীকে বুঝতে চাই না, 
আমরা শুধু জানি তারা টাকার মেশিন।"
৮।
"প্রবাস জীবন এমন একটা জীবন যেখানে এতটা কষ্ট হয় যা কখনো কারো সাথে শেয়ার করার যোগ্য থাকে না।"

প্রবাস জীবন নিয়ে এসএমএস জানলেন এইবার জেনে নিন প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস। 

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস

১।
"জীবন যুদ্ধে হাড়ভাঙ্গা পরিশ্রম করার নামই প্রবাস জীবন।"
২।
"বয়সটা শখের কিন্তু অভাবটা যে টাকার, 
তাই এভাবেই চলছে জীবনটা।"
৩।
"পরিবার এবং দেশের মর্ম আমরা তখনই বুঝি যখন প্রবাসীর জীবনে পূর্ণতা দিতে নিজের দেশকে ছাড়ার কল্পনা করি।"
৪।
"অচেনা মানুষ, অচেনা দেশ, চেনা হয়েছে প্রয়োজনে হয়তো।
দুঃখ সুখের ভাগ নিচ্ছে একে অপরের। 
তবুও বুকের মধ্যে প্রিয়জনের জন্য পুরা ক্ষত বয়ে চলেছে অবিরত।"
৫।
"অল্প বয়সে প্রবাসী এসে জীবনে গুরুত্বপূর্ণ অনেক কিছুই হারিয়ে ফেলেছি।"
৬।
"যদি দেখা পাই কোন একদিন সফলতার, 
তাহলে গল্প শুনাবো পিছনে ঘটে যাওয়ার ব্যর্থতার।"
৭।
"স্বপ্ন ছিল বাধব ঘর প্রবাস আমায় করলো পর জন্ম নিলাম বাংলাদেশ ঘুমাইতে হয় প্রবাসে।"
৮।
"প্রবাস আমাকে এত তাড়াতাড়ি ছাড়বে না। 
কারণ আজ সবার খুশি আমার মুখের দিকে তাকিয়ে।"
৯।
"একটা প্রবাসী জীবনে ডিউটির শুরু আছে কিন্তু শেষ নেই, 
শেষের বেতন আছে তবে রাখার মত ক্ষমতা নেই।"
১০।
"প্রবাস জীবন সবচেয়ে উন্নত উপায় হচ্ছে নিজের মত আরেকটি সত্তাকে ধারণ করা।"
১১।
"নিজের বুকের ভিতর হাজার কষ্ট দুঃখ লুকিয়ে রেখে পরিবারের সকলকে ভালো রাখার নামই প্রবাস জীবন।"

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস জানলেন এইবার জানবেন প্রবাসীদের নিয়ে কিছু কষ্টের কথা। 

প্রবাসীদের নিয়ে কিছু কষ্টের কথা

প্রবাস জীবন মানেই কষ্টে ভরা জীবন খাচায় বন্দি করা পাখির মত প্রবাসের জীবন। তাই বলি জেলখানার চার দেয়ালে বন্দী জীবনের মত জীবন যাপন করতে হয় সেখানে। এরপর বছরের পর বছর কষ্টে কাটাতে হয় প্রবাসে।

কিন্তু অন্যদিকে আপনজনেরা একসময় সুখ পায় তবে তখন থেকে কষ্ট করে কিছু নিয়ে আসে বা অর্থ উপার্জন করে নিয়ে আসে তখন। কষ্ট করে কামানো টাকা আপনজনের হাতে তুলে দেওয়া হয় তখন তারা অনেক খুশি হয়।

মনে মনে এই ভেবে খুশি হয় যে প্রবাসে থাকাটা সার্থক হয়েছে। প্রবাসীদের নিয়ে কিছু কষ্টের কথা জেনে নিলেন এইবার জানুন প্রবাসীদের কষ্টের ক্যাপশন।

প্রবাসীদের কষ্টের ক্যাপশন

১।
"জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা প্রবাসে কাটিয়ে দিচ্ছি। 
প্রবাস জীবন আমার মূল্যবান জীবনটাকে নষ্ট করে দিল। 
এখন ঘুমালেও স্বপ্ন দেখি সকালে আমার ডিউটি আছে। 
হায়রে ঘুম,,, হায়রে এই প্রবাস জীবন।"
২।
"আমরা প্রবাসী শত কষ্ট বুকের ভেতর যা চাপা রেখে হাসতে পারি।"
৩।
"স্বপ্নের শহর প্রবাস কিন্তু সুখের নয়।"
৪।
"মানুষ পরিশ্রম করে আর তো উন্নয়নের জন্য, 
কিন্তু প্রবাসী পরিশ্রম করে দেশ ও জনগণের উন্নয়নের জন্য।"
৫।
"আছে থাকলে সম্পর্কের টান বোঝা যায়, 
কিন্তু যারা প্রবাসী তারা সম্পর্কের মূল্য কতটা সেটা হাড়ে হাড়ে বুঝতে সক্ষম।"
৬।
"প্রবাসী হওয়া মানে প্রিয় মানুষদের সাথে সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়, 
যে সম্পর্ক সত্যি কারের হয় সেটা প্রবাসে থেকেওমজবুত রাখা যায় । 
তবে সেটার জন্য সম্পর্কে সত্যি কারের হওয়াটা জরুরী।"
৭।
"কষ্ট আর ত্যাগ ছাড়া জীবনে সফলতা পাওয়াটা অনেকটাই কঠিন।। 
প্রবাসী থাকাটা অনেক কষ্টকর এবং কঠিন। 
 কিন্তু তুমি যদি এই কঠিন ত্যাগ বরণ করে নিতে পারো তবেই তুমি সামনে এগিয়ে যেতে পারবে।"

প্রবাসীদের কষ্টের ক্যাপশন জানলেন এইবার জেনে নিন প্রবাসীদের কষ্টের উক্তি। 

প্রবাসীদের কষ্টের উক্তি

১।
"দুটো সংস্কৃতির ছাদ গ্রহণ করা একটা তেতো মিষ্টির অভিজ্ঞতার মত। 
তবে তুমি যখন তোমার জন্মভূমিকে একবার ছেড়ে আসবে তার মত আর কিছুই পাবে না।"
২।
"প্রবাস জীবন জেলখানার মতো সব আছে কিন্তু স্বাধীনতা নেই।"
৩।
"মাঝে মাঝে তোমার একটা জায়গা কেউ অনুভব করার জন্য সেটি ছেড়ে যেতে হয় , 
মাঝেমধ্যে তোমার অন্য কোথাও যেতে হয় শুরুটা কেমন ছিল তা জানার জন্য।"
৪।
"প্রবাস জীবনে কিছু প্রশ্ন থেকে যায় যে প্রশ্নের কোন উত্তর হয় না!"
৫।
"প্রবাসে থাকা অবস্থায় জীবনকে ভালোবাসা অনেকটাই সহজ। 
কেননা সেখানে তোমাকে কেউ চেনে না কেউ তোমার জীবন হস্তক্ষেপ করো না। 
তুমি সেখানে সরবে সরবা।"
৬।
"পরিবারের প্রিয় মানুষগুলো মায়া ত্যাগ করে প্রবাসে থাকাটা কত যে কষ্টের শুধুমাত্র প্রবাসীই জানে।"
৭।
"দূরত্বের বাধন থেকে মুক্ত হওয়ার জন্য প্রবাসীর হৃদয়, 
দেশের স্মৃতি মিষ্টি সব অংশে মিলে আসে, 
সূর্যের মুখে দেখা মাতৃভূমি সুন্দর সৃষ্টি, 
একেকটি সূর্যকিরণে অসীমে বাঁধে রয়ে থাকে স্বদেশ প্রেমের অদৃশ্য সঙ্গী। "

প্রবাসীদের কষ্টের উক্তি জেনে নিলেন এইবার জেনে নিন প্রবাসীদের কষ্টের কবিতা। 

প্রবাসীদের কষ্টের কবিতা

১।
"আমি বা আমরা প্রবাসী যারা আমাদের কথা কি চিন্তা করে তারা?
অতি আপনজন ভাবি যাদেরকে আমরা।
তারা তো নিজের সুখে হয়ে আছে আত্মহারা।
আমাদেরকে নিয়ে কি তাদের ভাবার সময় আছে?
প্রয়োজন ছাড়া যারা খবরও নেয় না আমাদের।
তবুও ভাবি প্রিয়জন তারা আমাদের।"
২।
"প্রবাস জীবন বড়ই কঠিন যে থাকে সে বোঝে, মনের ভিতর শত কষ্ট তবু হাসি মুখে।
মা বাবার কথা চিন্তা করে এই কষ্ট আছি, সকল দুঃখ যায় যে ভুলে দেখলে তাদের হাসি।
আত্মীয়-স্বজন মরলো দেশে পরান কেঁদে ওঠে, আমাদেরও মন চায় যে দেশে ফিরে যেতে ।
চাইলে কি আর যেতে পারি যতই মন চায়, দূর প্রবাসে আছি মোরা, দোয়া সবার চাই।"

প্রবাসীদের কষ্টের কবিতা জেনে নিলেন এইবার জানুন প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস।

প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস

১।
"আমার জীবন জুড়ে অনেক সুন্দর স্মৃতি তৈরি করার শাস্তি হিসেবে আমি চাই আমার প্রিয় বন্ধু প্রবাস জীবন হোক, সুখময়।"
২।
"জীবন সেখান থেকে শুরু হয় যেখানে তোমার স্বস্তির স্থান শেষ হয়ে যায়।"
৩।
"তোমার প্রবাস জীবন সুখের হোক, এমনটা আশা রেখেই আজ তোমাকে বিদায় দিতে হচ্ছে প্রিয়।"
৪।
"জীবন যুদ্ধে এগিয়ে যেতে আজকের মত তোমাকে বিদায় দিচ্ছি।"
৫।
"প্রবাস জীবন একটি চ্যালেঞ্জিং জীবন। 
কিন্তু সেটি সুখের হোক তাই আমি শুভেচ্ছা জানাই। 
আপনার পরিবার, সজন, বন্ধুদের সাথে সম্পর্ক উন্নয়ন করে আরামদায়ক একটি জীবন উপেক্ষা করতে পারেন। 
আপনি আপনার কর্ম ক্ষেত্রে সফল হতে পারেন এবং নতুন স্কিল শিখে আপনার কর্মজীবন উন্নত করতে পারেন।"
৬।
"আমি সেই প্রবাসী যে পরিবারের মুখের দিকে দিয়ে ১০৩ডিগ্রী জ্বর নিয়ে ডিউটি করেই চলি।"

প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস জানলেন এইবার জানবেন প্রবাসীদের কষ্টের গল্প।

প্রবাসীদের কষ্টের গল্প

অনেক লোক কষ্ট করে প্রবাসে যায় আর্থিক সমস্যার কারনে। নিজের পরিবারকে ভালো রাখার জন্য তারা সেখানে কষ্ট করে বাবা মায়ের মুখে হাসি ফুটানোর জন্য।

মা বাবাকে যেন আর কষ্ট না করতে হয় সেজন্য তারা কষ্ট করে প্রবাসে থেকে অর্থ উপার্জন করে। তারা প্রবাসে না আসলে হয়তো কষ্ট কাকে বলে বুঝতেই পারত না। তারা তখনই বুঝে যে বাবা কত কষ্ট করে তাদেরকে মানুষ করেছে।

প্রবাসে যাওয়ার পর প্রবাসীরা বুঝতে পারে টাকা ইনকাম করা কতটা কষ্ট। কত প্রবাসীরা আছে যারা ১২ ঘন্টা ১৫ ঘন্টা টাকা উপার্জনের জন্য রাস্তায় ময়লা পরিষ্কার করে। এভাবে কষ্ট করে তারা সেখানে অর্থ উপার্জন করে। প্রবাসীদের কষ্টের গল্প ও প্রবাস জীবন নিয়ে এসএমএস জেনে নিলেন।

পরিশেষেঃ প্রবাস জীবন নিয়ে এসএমএস এবং প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস

আশাকরি উপরের স্ট্যাটাস বা ক্যপশনগুলো আপনাদের ভালো লেগেছে। এইরকম তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটওয়েবসাইট ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জানবো আমরা ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url