স্মার্টফোনের কেস পরিষ্কার করার অসাধারন উপায় বা স্মার্টফোনের কেস পরিষ্কার করবেন যেভাবে

স্মার্টফোনের কেস পরিষ্কার করবেন যেভাব স্মার্টফোনের কেস পরিষ্কার করার উপায় নিয়েই আজকের আর্টিকেল, চলুন তাহলে উপায়গুলো দেখা যাক। 

স্মার্টফোনের কেস পরিষ্কার করার অসাধারন উপায় বা স্মার্টফোনের কেস পরিষ্কার করবেন যেভাবে। জানবো আমরা। janbo amra
স্মার্টফোনের কেস পরিষ্কার করার অসাধারন উপায় বা স্মার্টফোনের কেস পরিষ্কার করবেন যেভাবে।
স্মার্টফোনের কেস পরিষ্কার করতে কি কি লাগবে ,কিভাবে পরিষ্কার করবেন অর্থাৎ স্মার্টফোনের কেস পরিষ্কার করার উপায় হিসেবে দুর্দান্ত টিপস শেয়ার করবো আপনাদের সাথে। 

সূচিপত্রঃ স্মার্টফোনের কেস পরিষ্কার করার উপায়। 

স্মার্টফোনের কেস পরিষ্কার করার জন্য যা যা লাগবেঃ

১। নরম কাপড় (যেমন মাইক্রোফাইবার কাপড়)

২। নিষ্ক্রিয় সাবান বা ডিশওয়াশিং লিকুইড

৩। গরম পানি

৪। ব্রাশ বা পুরনো টুথব্রাশ

৫। অ্যালকোহল বা স্যানিটাইজার (যদি কেসে জীবাণু থাকলে নিশ্চিত করতে চান)

স্মার্টফোনের কেস পরিষ্কার করার ধাপঃ

১। কেস খুলুনঃ প্রথমে স্মার্টফোন থেকে কেসটি খুলে আলাদা করুন। সরাসরি কেস পরিষ্কার করলে ফোন ক্ষতিগ্রস্ত হতে পারে।

২। ধুলা ঝাড়ুনঃ কেসটি হালকা ঝাড়া দিয়ে প্রথমে ধুলাবালি ঝেড়ে ফেলুন।

৩। সাবান পানিতে ভিজানঃ

  • একটি পাত্রে হালকা গরম পানি নিয়ে সেখানে এক ফোঁটা ডিশওয়াশিং লিকুইড বা নিষ্ক্রিয় সাবান মেশান।
  • কেসটি পানিতে ডুবিয়ে রাখুন ৫-১০ মিনিট।

৪। ঘষে পরিষ্কার করুনঃ

  • পুরনো টুথব্রাশ বা ছোট ব্রাশ ব্যবহার করে কেসের কোণ বা ফাঁকা অংশগুলো আলতোভাবে ঘষুন।
  • নরম কাপড় ব্যবহার করে মসৃণ জায়গা পরিষ্কার করুন।

৫। পানি দিয়ে ধুয়ে ফেলুনঃ

পরিষ্কার পানিতে কেসটি ভালোভাবে ধুয়ে নিন যাতে সাবানের কোনো অংশ রয়ে না যায়।

৬। শুকিয়ে নিনঃ

একটি নরম শুকনো কাপড় দিয়ে কেসটি মুছে শুকাতে দিন।সরাসরি রোদে না শুকিয়ে বাতাসে শুকান।

৭। বিশেষ দাগ পরিষ্কার করাঃ

হলদে দাগ (সিলিকন কেস) ঃ

  • এক চা চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
  • দাগের ওপর লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষুন এবং তারপর পানি দিয়ে ধুয়ে নিন।

কালো বা পাকা দাগ (প্লাস্টিক কেস) ঃ

  • সামান্য হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারেন। এটি দাগ তোলার পাশাপাশি জীবাণুমুক্ত করবে।
  • ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করুন।

৮। কেসের উপাদানের উপর ভিত্তি করে পরিচর্যাঃ

সিলিকন কেসঃ

  • সহজে দাগ ধরে, তাই নিয়মিত পরিষ্কার করুন।
  • টুথপেস্ট ব্যবহার করেও আলতোভাবে দাগ তুলতে পারেন।

চামড়ার কেসঃ

  • মাইক্রোফাইবার কাপড়ে সামান্য স্যাডল সাবান লাগিয়ে পরিষ্কার করুন।
  • শুকানোর পর কন্ডিশনার ব্যবহার করলে কেস মসৃণ থাকবে।

প্লাস্টিক কেসঃ

অ্যামোনিয়া বা এসিটোন (যদি দাগ খুব পাকা হয়) ব্যবহার করা যেতে পারে, তবে সতর্ক থাকুন।

কাঠের কেসঃ

  • সামান্য পানি ও ভিনেগারের মিশ্রণে পরিষ্কার করুন।
  • পরে কাঠের পলিশ দিয়ে ঘষে নিন।

৯। জীবাণুমুক্ত করার পদ্ধতিঃ

অ্যালকোহলঃ

৭০% আইসোপ্রোপিল অ্যালকোহল একটি কাপড়ে লাগিয়ে পুরো কেস মুছে নিন।

স্যানিটাইজার স্প্রেঃ

সরাসরি স্প্রে না করে একটি কাপড়ে লাগিয়ে পরিষ্কার করুন।

UV জীবাণুনাশকঃ

UV স্টেরিলাইজার ব্যবহার করে কেস এবং স্মার্টফোন একসঙ্গে জীবাণুমুক্ত করা যায়।

১০। জমাট ময়লা বা স্টিকি অবস্থা দূর করাঃ

  • সিলিকন বা রাবার কেসে স্টিকি ময়লা জমলে পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে মুছুন।
  • স্টিকি অবস্থা দূর করতে সামান্য কর্নস্টার্চ ছিটিয়ে মসৃণ কাপড়ে ঘষুন।

স্মার্টফোনের কেস নিয়মিত পরিচ্ছন্নতার রুটিন

  • সপ্তাহে একবার পরিষ্কার করুন।
  • স্মার্টফোন ও কেসের মধ্যে জমে থাকা ধুলাবালি পরিষ্কার করলে স্ক্র্যাচ থেকে বাঁচানো যায়।

স্মার্টফোনের কেস পরিষ্কার করার ক্ষেত্রে অতিরিক্ত পরামর্শঃ

  • সিলিকন কেসের জন্যঃ অ্যালকোহল ব্যবহার করতে পারেন, এটি দাগ দূর করতে কার্যকর
  • প্লাস্টিক কেসের জন্যঃ ভিনেগার বা বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করলে হলদে দাগ উঠবে।
  • নিয়মিত পরিষ্কার করুন, বিশেষত কেসে ময়লা জমলে

এভাবে নিয়মিত যত্ন নিলে আপনার স্মার্টফোনের কেস দীর্ঘদিন ভালো থাকবে এবং জীবাণু থেকে মুক্ত থাকবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জানবো আমরা ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url